যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তাবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

প্রচলিত নিয়মে অংকটি ধরে করা হয়। তবে না ধরে অংকটি আরো সহজে করা যায়।
যেমন, ১০ একক বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১০*১০ = ১০০ বর্গএকক।
বাহুর র্দৈঘ্য ১০% বৃদ্ধি পেলে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে ১১ একক।
[১০% বৃদ্ধি অর্থ ১০০ তে ১০ বৃদ্ধি পাওয়া, অতএব ১০ এ বাড়বে ১। অতএব নতুন দৈর্ঘ্য হবে ১১]
অতএব, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে = ১১*১১ = ১২১ বর্গ একক।
অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে ২১%।