অরক্ষিত সুইচ গেইট ব্যবহৃত হচ্ছে রাস্তা হিসেবে: পথচারীদের জন্য তৈরি হয়েছে মৃত্যুফাঁদ

follow-upnews
0 0

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কোণ্ডলা গ্রামের সুইচ গেট। এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক যানবাহন এবং পথচারী ঝুঁকি নিয়ে চলাচল করছে। এলাকাবাসী বলছে, এখন থেকে গেটের অনেক সরঞ্জামাটি চুরি হয়ে গেছে, তবে নিরাপত্তা বেস্টনী কখনই ছিল না। এখন মেঝেতে তৈরি হয়েছে ভয়ঙ্কর গর্ত। এখান থেকে অনেক স্কুলগামী শিশুরাও চলাচল করে।

Bemorta Union
অরক্ষিত সুইচ গেটের নিচে ভয়াভহ স্রোত।
কোণ্ডলা গ্রাম
এরকম ভয়াবহ গর্ত তৈরি হয়েছে পথ হিসেবে ব্যবহৃত হওয়া গেটের উপরের অংশটাতে।
সঞ্জীব দাস, বাগেরবাসীকে এসব বিষয়ে সচেতন করার চেষ্টা করছেন অনেকদিন ধরে।
এলাকার একজন সচেতন নাগরিক সঞ্জীব দাস, বাগেরবাসীকে এসব বিষয়ে সচেতন করার চেষ্টা করছেন অনেকদিন ধরে। এই ছবিটা তার তোলা।

Bemorta, Bagerhat
নিচে ভয়াভহ স্রোত। সাঁতার জানলেও পড়ে গেলে এখান থেকে উঠে আসা কঠিন হবে।

ভিডিওটি দেখুন:

Next Post

অনেক কথা যাও যে বলে

অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥ যে আছে মম গভীর প্রাণে  ভেদিবে তারে হাসির বাণে, চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥ আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে– তোমারে আমি দেখিতে পাই, তুমি […]
রবীন্দ্রনাথ ঠাকুর