কয়েলের ধোঁয়ায় মৃত্যু হয়েছে ছেলের, বাবা অসুস্থ

follow-upnews
0 0

রাজধানী ঢাকায়


রাজধানীতে মশা নিয়ন্ত্রণ কয়েলের ধোঁয়ায় অসুস্থ হয়ে নয়ন (১৬) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. শাজাহান (৬৫) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার দুপুর ২টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকার বাবুল মিয়ার টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নয়নের মামা জাকির হোসেন জানান, দুপুরে বাবা-ছেলে খাওয়া দাওয়া করে ঘরে ঘুমিয়ে পড়েন। এ সময় মশার কামড় থেকে রক্ষা পেতে তারা ঘরে কয়েল জ্বালান। ঘরের দরজা-জানলা বন্ধ থাকায় কয়েলের ধোঁয়া বাইরে যেতে না পারায় কিছুক্ষণের মধ্যে রুমটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

তিনি জানান, বিকেল ৪টার দিকে তারা দরজা খুলে ঘরের বাইরে এসে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ছেলে নয়নকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুজনেরই দেহে শ্বাস-নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়া প্রবেশ করেছে। এতে ছেলের মৃত্যু হয়েছে। বাবা মো. শাজাহানের অবস্থাও আশঙ্কাজনক।

ঢামেক পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নয়নের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে মশার প্রকোপে বাড়ছে মশার কয়েলের কেনাবেঁচা। নামে বেনামে বিভিন্ন কোম্পানি মশার কয়েল বের করে বাজারজাত করছে। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকারিতা প্রমাণ করতে নামহীন কোম্পানিগুলো কয়েলে এমনসব উপাদান ব্যবহার করছে যা বিষাক্ত। ফলে মশার কয়েলে মারাত্মক স্বাস্থ্যহানী হচ্ছে, এমনকি ঘটল মৃত্যুও। আমাদের অজান্তে ঘটছে অনেক নীরব মৃত্যু।

মশার কয়েলে মৃত্যু

Next Post

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রথম নারী চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন লুনা শামসুদ্দোহা। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস ছালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। লুনা শামসুদ্দোহা এর আগে একই ব্যাংকের পরিচালক ছিলেন। দেশে এই প্রথম কোনো নারীকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। লুনা শামসুদ্দোহা বলেন, “তথ্য-প্রযুক্তিকে লাগিয়ে ব্যাংকটিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। দেশের […]
Luna Shamsuddoha

এগুলো পড়তে পারেন