বাগেরহাট জেলায় মাদক সেবন এবং ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে শিক্ষিত তরুণেরা

follow-upnews
0 0

ফলোনিউজের একটি টিম বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ওপর একটি অনুসন্ধান পরিচালনা করেছে। অনুসন্ধানে ভয়াবহ চিত্র উঠে এসেছে। জানা গেছে— এলাকার বেশিরভাগ কিশোর, তরুণ এবং মধ্যবয়সীরা গাজা সেবনের সাথে জড়িত। শিক্ষিত তরুণ এবং যুবকেরাই নেশার সাথে বেশি জড়াচ্ছে। গাজার পাশাপাশি অনেকে ইয়াবা সেবন করছে। ফলোনিউজ কচুয়ায় মোট সাতটা পয়েন্ট চিহ্নিত করেছে যেখানে গাজা এবং চারটি পয়েন্টে ইয়াবা বিক্রি হয়। এছাড়া ভ্রাম্যমানভাবে অনেকে এ ব্যবসা করে। মূলত যারা নেশা করে তারাই এ ব্যবসার সাথে জড়িয়েছে। অনেকে সামাজিক কাজকর্মের আড়ালেও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিশেষ কারণে অনুসন্ধানের আদ্যোপান্ত প্রকাশ করা হলো না। কারণ, অনুসন্ধানটি এখনও চলমান রয়েছে। মাদক নিয়ে ফলোআপনিউজের এ অনুসন্ধান ধারাবাহিকভাবে বাগেরহাট জেলার সকল উপজেলায় চলবে।

Next Post

জীবন ও জীবীকা: ধারাবাহিকভাবে এই পোস্টে ছবি এবং ক্যাপশন যুক্ত হবে, চোখ রাখুন