ঘোষণা: বাধ্য হয়ে ‘পোস্টার’ ছোটগল্পটি সরিয়ে নেওয়া হয়েছে

follow-upnews
0 0

poster

গল্প তো গল্পই। বাস্তব প্রেক্ষাপট থাকলেও সেটিকে গল্প হিসেবেই দেখতে হবে। গল্প রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, ধর্মীয় বিষয়কে উপজীব্য করেও হতে পারে। বাস্তবতার একটি ছায়াচিত্র গল্পের মধ্যে থাকতে পারে। সেখান থেকে তত্ত্ব নিয়ে কেউ সতর্ক হতে পারে, তাই বলে কারো বিক্ষুবদ্ধ হওয়ার সুযোগ নেই। কিন্তু আমাদের চারপাশ ভিন্ন, এখানে গল্পও নিরাপদ নয়। গল্পটি সরিয়ে নিতে বাধ্য হওয়ায় লেখক হিসেবে আমি ব্যথীত, ক্ষুব্ধ এবং ভীত।

উল্লেখ্য, যে যে মাধ্যমে গল্পটি প্রকশিত হয়েছিল সকল মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অন্য কোনোভাবে কেউ লেখাটি প্রকাশ করলে সে দায় লেখকের নয়।


দিব্যেন্দু দ্বীপ

Next Post

বড়গল্প: অবিশ্বাস

পরিপাটি সংসার। দুজন দুজনাতেও চমৎকার। মনের বিভেদ শরীর দাবীতে ভোলে, শরীরের বিভেদ মনের দাবীতে ভোলে। অনুভূতি প্রখর, সংবেদনশিলতা বেশি, ভালোবাসাও বেশি, তবে অবিশ্বাস বেড়েছে সময়ের সাথে পাল্লা দিয়ে। অনুপমের কোনো রুটিন নেই। বড় একটা চাকরি করত, চাকরিতে কী একটা খটমট হওয়ায় চাকরিটা ছেড়ে দিয়ে নিজে একটা এডফার্ম চালায় বর্তমানে। কাজ […]