আত্মহত্যা ।। অনুপম শেখর

follow-upnews
1 0

আত্মহত্যার খরচের টাকার অভাবে

আমি যেহেতু আজও বেঁচে আছি।

পকেট শূণ্য।

ভুলে যেতে বসেছি পানশালার পথ।

প্রেয়সী, বরং গণতন্ত্রে সোডা মিশিয়ে পান করি, চলো।

আমাদের মৃত্যুটা খুবই জরুরী ছিল।

(নইলে প্রেমটা ঠিক জমবে না।)

অথচ আমরা দুজনেই বেঁচে আছি।

প্রেমের অভাবে মরে যাওয়া কি বৈধ নয়?

প্রেয়সী, বরং একটিবার আত্মহত্যা করি, চলো।

পকেট শূণ্য।

ভুলে যেতে বসেছি পানশালার পথ।

কলম্বাস হারিয়ে ফেলেছে কম্পাস।

আত্মহত্যার খরচের টাকার অভাবে

আমি যেহেতু আজও বেঁচে আছি।

প্রেয়সী, বরং একটিবার আত্মহত্যা করি, চলো।


অনুপম শেখর Anupam

২২/০১/২০১৮, সোমবার, বাগেরহাট

Next Post

ঘুষের টাকায় তাদের গাড়ি বাড়ির বাহার

মো. মোতালেব হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (পার্সোনাল অফিসার, সংক্ষেপে পিও)। বর্তমানে কাজ করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পিও হিসেবে। দ্বিতীয় শ্রেণির এই কর্মকর্তা জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে বেতন পান। তার মূল বেতন ১৬ হাজার টাকা। মোট বেতন ৩০ হাজার ৬০০ টাকা। অফিস থেকে ছয় লাখ টাকা ঋণ নিয়েছেন […]