প্রবাসী লেখক শেকস্ রাসেলের প্রেম-অপ্রেমের কবিতা

follow-upnews
0 0

তুমিও যদি আমার মতো এমন পড়তে ধপাস

তোমায় আমি লুফে নিতাম,

দুজনে মিলে হাবুডুবু খেতাম,

কোনো এক ভাসানচরে গিয়ে বাসা বাঁধতাম।

এরপর তোমায় প্রাণভরে ভালোবাসতাম।

পাখির মতো তোমায় নিয়ে

যদি বাসা বাঁধতে পারতাম

কোনো এক মগডালের মাথায়,

তবে তোমার সাথে আমার প্রেম হতো,

ভালোবাসা হতো।

জীবনে প্রেমটুকুই শুধু সঞ্চয়,

তাও জমা পড়েছে এক আকাশের গায়,

যদি আমি উড়তে পারতাম,

তোমায় একটু ছুঁয়ে আসতাম।

এখানে চারিদিকে  অন্ধকার, আলোকসজ্জ্বা,

হঠাৎ আলোর ঝলকানি,

আর শুধুু অন্ধকার।

এখানে আলোকসজ্জ্বা,  আর শুধু অন্ধকার।


শেকস্ রাসেল

লন্ডন, যুক্তরাাজ্য

Next Post

আমলাতন্ত্রের গালে তীব্র চপেটাঘাত - মন্তব্য করেছেন আলী আকবর টাবী

মৃত্যুর ২৪ ঘণ্টা আগে লেখা মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের চিঠি ‍”আমাকে যেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা না হয়” এর প্রেক্ষিতে ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক আলী আকবর টাবী মন্তব্যটি করেন। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন শেষ যাত্রার আগে একটি চিঠি লেখার ইচ্ছা পোষণ করেন, সেখানে তিনি লেখেন ‍”জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হঠাৎ যদি […]