আমার অবিশ্বাস

follow-upnews
0 0

বিশ্বাস করি না,

নষ্ট-ভ্রষ্ট স্বদেশ,

তোমায় আর বিশ্বাস করি না।

দুর্বৃত্ত এবং সরকার

চল্লিশ বছরে মিলেমিশে ওরা একাকার।

ওদের আছে ধর্মের ঢাল,

৫৭ ধারার ফাল।

এ দিয়েও হয় না,

শাঁক দিয়ে মাছ ঢাকা যায় না।

অবশেষে ওরা র‌্যাব দিয়ে মারে

বিনা বিচারে।


দিব্যেন্দু দ্বীপ

Next Post

একটি ‘জারজ ডিপার্টমেন্ট’ এবং আমি এক মন্দ ছাত্র

অনেক দিন ধরে লেখাটিতে হাত দেওয়ার কথা ভাবছি, কিন্তু নানান ব্যস্ততায় হয়ে উঠছিল না। অবশেষে জীবন-জীবীকার ফাঁকে ফাঁকে লেখাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। একটি চ্যাপ্টার ডিঙ্গিয়ে লেখাটি শুরু করলাম। চ্যাপ্টারটি বই বের করার সময় যোগ করা যাবে। ডিপার্টমেন্টটির বয়স তখন দশ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সান্ধ্য কোর্সের মত এটিও তখন […]