বেহেস্তে যাবা নাকি?

follow-upnews
0 0

কে কোথায় জন্ম নেয়

কে কোথায় বেড়ে ওঠে

আমরা কি তা জানি?

বলতে পারো

আপনি ছাড়া আর কাকে ভাই

আমরা মানুষ বলে মানি?

ধর্ম ধর্ম হল বর্ম

কর্মে পড়ল ফাঁকি

এক বলদে আরেক বলদরে

ডেকে কয়

বেহেস্তে যাবা নাকি?

শয়তানেরা জানে ওসব কিচ্ছু নাই

সুযোগ পেয়ে ‘ডেরা সাচ্চা’ সাজিয়ে

ওরা করে তাই নেচে গেয়ে খাইদাই।

কবিরা এখন ওদেরই দোয়ায়

‘প্যাপো প্যাপো’ বাজায় সাঁনাই!


দিব্যেন্দু দ্বীপ 

Next Post

গোমাংস ভক্ষণ নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়

ভারতের সুপ্রিম কোর্ট গো-মাংস নিয়ে আজ নতুন রায় দিয়েছেন। তাতে বলা হয়েছে, ‘দেশের কোন নাগরিক কী খাবে, কোন পোশাক পরবে, রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত জীবনে কার সঙ্গে মিশবে, চলবে তা নিয়ে রাষ্ট্র কিছু বলতে পারে না। এটা তাদের ব্যক্তিগত বিষয়।’ আদালতের এই রায়ের পর ভারতে গো-মাংস নিয়ে যাবতীয় বিতর্কে নতুন মাত্রা […]
সর্বোচ্চ আদালত