এই তল্লাটের নবীজীরা উড়তে শেখেনি,
ওরা তাই পাখিকেও সাঁতরে নদী পার হতে বাধ্য করে।
হেসে বলে ঈশ্বরের নির্দেশে স্বর্গ পাবার আশে
তোমরা থাকো আমাদের পাশে।
কিছু পাখি মুক্ত হয়ে উড়ে যায় দূর পরবাসে অভিমানে।
কিছু পাখি তবু নিরুপায়, কিছু ভয়ে গুটিসুটি,
ক্লান্ত হয়ে সাঁতার কাটে আজও ওদের চক্রান্তের হাটে।