ওদের সওদাগরি // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

এই তল্লাটের নবীজীরা উড়তে শেখেনি,

ওরা তাই পাখিকেও সাঁতরে নদী পার হতে বাধ্য করে।

হেসে বলে ঈশ্বরের নির্দেশে স্বর্গ পাবার আশে

তোমরা থাকো আমাদের পাশে।

কিছু পাখি মুক্ত হয়ে উড়ে যায় দূর পরবাসে অভিমানে।

কিছু পাখি তবু নিরুপায়, কিছু ভয়ে গুটিসুটি,

ক্লান্ত হয়ে সাঁতার কাটে আজও ওদের চক্রান্তের হাটে।

Next Post

কোর্ট বলেছে স্ত্রীর যোনীতে আবার যেন আঠা লাগিয়ে বন্ধ করা না হয়

দোহা ট্রিবিউনের সংবাদটি থেকে জানা যাচ্ছে কাতারের জনৈক ‘ভদ্রলোক’ ভেবেছিল যেহেতু সে ব্যবসার কাজে কিছু দিনের জন্য বাইরে যাবে তাই এই সময়ে স্ত্রীর যোনী গ্লু দিয়ে বন্ধ করে রেখে গেলে সংগত হবে। তবে ৩৩ বছর বয়সী উক্ত উম্মতের স্ত্রী কোর্টে গিয়ে অভিযোগ করলে কোর্ট তাকে তলব করে কৈফিয়ত নেয়। লোকটি […]