এক বাঙালি নারী // দিব্যেন্দু দ্বীপ

শাহিদা সুলতানা
ভীষণ ঝড়,
বাদল,
বাতাস—
আর তুমি
আমার একলা আকাশ!
আর কিছু নয়,
কেউ নয়,
শুধু তোমাতেই
আমার জয় পরাজয়।
এই জীবনে
একটুও যদি তোমায় পেতাম!
সব দুঃখ ঘুচে যেত
জীবন হিসেব বুঝে পেত।
তুমি যদি চাও
আমি করতে পারি এখনও দিগ্বিজয়,
ফিরে এসে কি তোমায় পাব,
প্রিয়, তুমি ফুরিয়ে যাবে না তো?
তোমারও কিন্তু জড়তা আছে,
জুবুথুবু এক বাঙালি নারী—
আমার যে কী ভালো লাগে!
আমার ভীষণ ঘোর লাগে।