
“তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে”
জগৎ সংসার যখন দানবের পাপাচার, দুরাচার, অনাচারে প্রকম্পিত হয়ে ওঠে, অন্যায়, অত্যাচার, নিপীড়ণ, নির্যাতন আর দুঃশাসনে পিষ্ট হয়ে, অতিষ্ঠ হয়ে মানবাত্মা যখন মুক্তি ও শান্তির জন্য সকরুণ আর্তনাদ করে উঠে, তখনই “পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুস্কৃতাম। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে” অর্থাৎ দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য ধরাধামে অবতার, মহাপুরুষগণের আবির্ভাব ঘটে থাকে। তেমনি…