খাটো জাতের ম্যাজিক নারকেল গাছ চাষ করতে বলছে কৃষি মন্ত্রণালয়
খাটো জাতের হাইব্রিড নারকেল গাছ চাষে গুরুত্ব দিচ্ছে কৃষি মন্ত্রণালয়। এ নারকেল গাছ সনাতনী গাছের তুলনায় বেশি ফল দেবে কিন্তু সময় নেবে খুব কম। চারা বপণের তিন বছরের মধ্যেই ফল আসবে। এ নারকেল গাছ বছরে ১৫০ থেকে ২৫০টি ফল দিয়ে থাকে। পরিমাণ দেশি নারকেল গাছের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি। গাছের উচ্চতা ২ থেকে…
