তুমি কি সত্যি সত্যি চেয়েছিলে ভালোবাসা !
জাকিয়া এস আরা কবিতা লেখেন। পেশায় শিক্ষক। পড়াশুনা করেছেন অর্থনীতি বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত কাব্যগ্রন্থ : জীবন ঝুলে আছে; গল্পগ্রন্থ : নীতুর মুক্তিযুদ্ধ; প্রকাশিতব্য কাব্যগ্রন্থ : সেমন্তির চোখ। তিনি স্মৃতি হাতড়ে চমৎকার একটি কবিতা তিনি তুলে এনেছেন। ফলোআপনিউজ.কম এর পাঠকদের জন্য পরিবেশিত হল। “১৯৯৪ এর লেখা, একটা দৈনিকের ঈদসংখ্যায় ছাপানো। আমার স্বামী ১৪ বছর আগে…
