ঘুরতে যাবেন? যেতে পারেন চর কুকরী-মুকরী
চর কুকরী-মুকরী: সৈকতে হরিণের অভয়ারাণ্য। চর কুকরি-মুকরি হচ্ছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়ন। এখানে শহরের কোলাহল, বিদ্যুতিক বাতি, এমনকি রিকশাও নেই, আছে নিসর্গের মাঝে কিছু মানুষের বসবাস। ভোলা জেলার মূল ভূ-খ- থেকে প্রায় দেড়শ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। বঙ্গপোসাগরের কোল ঘেষে জেগে ওঠা এই চরটি স্থানীয়দের কাছে দ্বীপকন্যা নামে পরিচিত। এখানকার ম্যান-গ্রোভ বনাঞ্চল, বন্যপ্রাণী…