মালবিকা স্কুলে গিয়ে ‘মেধা নষ্ট’ করেনি বলে
কোনো বাধ্যবাধকতায় নয়, দারিদ্র্যের কষাঘাত বা কোনো মান অভিমান নয়। স্কুল ছেড়েছিল সে স্বেচ্ছায়, মায়ের পরামর্শে। চেনা ছকে বাধা পড়ে ‘মেধা নষ্ট’ হচ্ছিল বলে। মা স্কুল থেকে নাম কাটিয়ে দেন ১২ বছর বয়সী মেয়ের। ফলে মালবিকা যোশির আর ক্লাস টেন বা টুয়েলভ পাশ করা হয়নি । স্কুলের গন্ডি পার হতে না পারলেও (না চাইলেও) এই…