জুকা // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

টিকে রয়েছি এখনো,

আমাকে টিকে থাকতে হয়

মরুভূমিতে ছায়া হয়ে,

আমাকে টিকে থাকতে হয়

প্রাণ প্রতিষ্ঠার নিদর্শন হয়ে

ভাবতে পারো,

তপ্ত মরুভূমিতে আমি হাজার বছর বাঁচি!

মরমনরা যিশুর সাথে মিল রেখে

আমার নাম দিয়েছিলো জসুয়া

ঊর্ধ্বমুখে প্রসারিত

শাখা-প্রশাখা দেখে ওরা ভেবেছিলো

আমি যেন কার প্রার্থনা করি

ওরা জানতো না,

কীভাবে আমাকে নিত্য সংগ্রাম করে

মরুভূমিতে বাঁচতে হয়

প্রার্থনার বিলাসিতা এখানে মানায় না

মরমনরা জানতো না,

বরং আমার নামের সাথে মিলিয়ে

যীশুর নাম রাখা হয়েছিলো

আজ থেকে দুই হাজার বছর আগে

যীশুর জন্ম হয়েছিলো

আমার জন্মেরও কয়েক হাজার বছর পরে

প্রথম মানুষরা আমার নাম দিয়েছিলো জুকা

ওরা আমাকে পূজা করতো,

তখন এসব ঈশ্বরের জন্মই হয়নি

অবশেষে আমার ঈশ্বরত্ব ঘুচে গেছে

তোমাদের নতুন সব ঈশ্বরের আবির্ভাবে


জুকা

Next Post

ইরানে হিজাববিরোধী প্রচারণায় পুরুষেরাও যোগ দিয়েছে

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানে জনসমক্ষে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক হয়েছে৷ সম্প্রতি ইরানের পুরুষরা নারীদের হিজাববিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে অভিনব প্রচারণা শুরু করেছেন৷               নারীরা হিজাব না পরলে বা হিজাব পরিধান করার পরেও চুল দেখা গেলে জরিমানা থেকে কারাবাস পর্যন্ত জরিমানা করা […]