স্বেচ্ছাসেবি সংগঠন ‘আঠারো’ ত্রাণ নিয়ে যাবে বন্যাকবলিতদের জন্য
তারুণ্য নির্ভর সংগঠন ‘আঠারো’ আগামী ১২/০৮/২০১৬ তারিখ কুড়িগ্রামে বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে যাবে। এজন্য ‘আঠারো’র স্বেচ্ছাসেবিরা ত্রাণ সংগ্রহ শুরু করেছে। আপনি নগদ টাকা অথবা নিম্নোক্ত জিনিসগুলো দিয়ে পাশে দাঁড়াতে পারেন। যে জিনিসগুলো ত্রাণ হিসেবে দেওয়া যাবে- ১। যেকোনো শুকনো খাবার, পানি; ২। ওষুধ (খাবার স্যালাইন, প্যারাসিটামল, মেট্রোনিডাজল …) ৩। গামছা, লুঙ্গি; ৪। থালা, বাসন ইত্যাদি;…