
প্রসঙ্গ: একটি শিশু কিশোর পত্রিকা
পত্রিকাটির দাম লেখা রয়েছে ৫০ টাকা। বিক্রীও হয় বাজারে ৫০টাকায়। পত্রিকাটির জুন সংখ্যাটি কিনেছিল বনশ্রী আইডিয়াল স্কুলের নবম শ্রেণির একজন ছাত্র। তার প্রশ্ন ছিল, এটি ‘হরলিকস্’ সংখ্যা কিনা। শিশু-কিশোর এ পত্রিকাটির জুন সংখ্যাটি হাতে নিয়ে আসলেই বিস্মিত হতে হয়। কাভারটি ডাবল ফ্লাপের। এটি ভেতরের দিক। পত্রিকাটির জুন সংখ্যায় ইউনিলিভারের বিজ্ঞাপন রয়েছে ছয়টি। এর মধ্যে…