
মাসে কমপক্ষে দুই হাজার টাকা বাঁচাবেন যেভাবে
বেশি আয়, বেশি খরচ। এটাই বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু এ ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে— ব্যক্তি শুধু আয় ব্যয়ের মধ্যেই ডুবে থাকছে, জীবন উপভোগ করতে পারছে না। অন্যেকেও ইগনোর করছে। কারণ, খরচের ক্ষেত্র এত বেশি যে, কোনো ইনকামেই তার আর কুলাচ্ছে না। আয় করতে কষ্ট হয়, ব্যয় করারও কিছু কষ্ট আছে, সে কষ্ট শুধু মানসিক…