
উনি ভারতের এক আইএস: দেখুন তার কাণ্ড!
হাসপাতালে রোগীদের খোঁজ খবর নিতে গিয়েছিলেন ভারতের বেসামরিক প্রশাসনের এক কর্মকর্তা। আর খবর নিতে গিয়েও নিজের কর্তাগিরিটাও ঠিকই বজায় রেখেছেন দেশটির প্রশাসন বিভাগ ইন্ডিয়ান অ্যাডমিনেস্ট্রিটিভ সার্ভিসের (আইএএস) কর্তা ড. জগদিশ শঙ্কর। হাসপাতালে রোগীদের খাটে একখানা পা তুলে তাদের অবস্থার কথা জিজ্ঞেস করছিলেন তিনি। আর কেউ একজন সেই ছবিটিই তুলে ফেলেছেন। ছবিটি বিভিন্ন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার…