জন সচেতনতামূলক পোস্টার প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে “আঠারো”
দেশপ্রেমিক জনগণের সংগঠন ‘আঠারো’ জনসচেতনতামূলক একটি পোস্টার প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। পোস্টারে তারা লিখেছে- “অ্যাকাডেমিক বইয়ের ক্ষেত্রে কোনো প্রকাশনী সঠিকভাবে লেখক/সম্পাদকের নাম উল্লেখ করে না, ফলে ক্রেতারা জানতেই পারে না বইটি কে লিখেছে/সম্পাদনা করেছে এবং তার শিক্ষাগত যোগ্যতা কি। কিন্তু একজন ক্রেতার সর্বাগ্রে জানা প্রয়োজন- একটি বইয়ের লেখক/সম্পাদক কে বা কারা অথবা সম্পাদনা পরিষদের নাম…