পড়তে পারেন খন্দকার ইব্রাহিম খালেদের লেখা “কিছু স্মৃতি কিছু কথা” বইটি
বইটি আত্মজৈবনিকমূলক হলেও নিজের কথা খুব বেছি নেই। লেখক মূলত তাঁর সময়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, রাজনীতি, নেতৃত্ব, এবং বিশেষত ব্যাংকিং বিষয় তুলে এনেছেন গল্প বলার ঢংএ। শেখাতে চাননি কিছু, তারপরও তিনি বুঝিয়েছেন অনেক কিছু, অনেক ক্ষেত্রে লেখাগুলি ইঙ্গিতপূর্ণ, তবে বিদগ্ধ পাঠকের তা বুঝে নিতে অসুবিধা হয় না। তৎকালীন পল্টন ময়দান, এবং সে সময়ের মিছিল-সমাবেশ নিয়ে…