জিআরই ম্যাথে ভাল করবেন যেভাবে
জিআরই পরীক্ষায় ভাল করতে হলে গণিতে আপনাকে ভাল হতেই হবে। চ্যালেঞ্জটা নিতে আপনাকে প্রস্তুত হতে হবে। নিচের দশটি কৌশল মাথায় রাখলে ম্যাথে ভাল করা সহজ হয় : ১। বর্ণামূলক অংকগুলোর ক্ষেত্রে বাক্যের অর্থ বোঝা খুব জরুরী। দুই একটি শব্দের জন্যওে উত্তর ভিন্ন হতে পারে, তাই ধীর স্থিরভাবে বক্তব্যের অন্তর্নহীত অর্থ বোঝার চেষ্টা করতে হবে। ২।…