তবুও প্রেম // দিব্যেন্দু দ্বীপ
♥ নিজেকে ইস্পাত কঠিন জানি, সেই আমি নিঃশর্তে নুইয়ে পড়লাম এভাবে! আমার অবক্ষয়, নাকি শুধু তোমারই জয়? ♥ সবকিছুর মাঝেও একটা তুমি থাকো, অহেতুক, তবু সর্বপ্রধান হয়ে! কী হবে? অবশেষে ঠিকই আমাকে বিহ্বল করা রংধনুটা রোদ্দুরে হারাবে। ♥ অদৃশ্য কিছু বেদনা আছে আমার, তোমার নাগাল পায়! বৃষ্টির ফরিয়াদে আকাশের কি কিছু আসে যায়? ♥ এ…
