এস এম কাইয়ুম-এর তিনটি কবিতা
এক-অদ্বিতীয় জীবনের গাণিতিক পাঠে গরমিলে জিওমেট্রি— সম্পাদ্য-উপপাদ্যের উপমেয় মেলাই। চোখ বন্ধ করলে ঈশ্বর হয়ে উঠি মাতৃগর্ভের মতো গভীর অন্ধকার-প্রতিবেশ— এককে এক দেখি; আলোর বিভ্রম স্পর্শ করে না শাগালের চিত্রের সমস্ত চরিত্র কথা বলে ওঠে, ‘হে মহামান্য! আমিই আপনি।’ রঙে রঙ মিশে হারায় বর্ণ ভাবালু বাতাস রেখাগুলো মুছে দেয় শূন্য ক্যানভাস— যা খুশি আঁকা…