অদম্য ধাবমান!
আজ থেকে এগারো বছর আগে। বাংলাদেশ থিয়েটার টরন্টো জাতিকে একটি নবজাত শিশু উপহার দিল। সেই শিশু মানবাধিকারের পতাকা হাতে প্রচণ্ড তারুণ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আজও অদম্য ধাবমান। জুলাই ২০০৫। টরন্টোতে ‘শৃঙ্গার’ আয়োজিত তিন দিনের নাট্য প্রতিযোগিতায় প্রায় ২২টি নাটক প্রতিযোগিতা করছে, বিচারক হিসেবে আনা হয়েছে ঢাকা থেকে বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদী, কোলকাতা থেকে বর্ষীয়ান…