ধার্মিক সমাজের ঈর্ষা-ক্রোধ-জিঘাংসা-হত্যা খেলার বলি এবার আদনান নামের এক শিশু
ছেলেটা র্যাকেট হাতে বাসা থেকে বের হলো। কিন্তু আর বাসায় ফিরল না। তাকে নিতে এখন আমরা মর্গে দাঁড়িয়ে আছি। বুকের ভেতরে পাঁজর ভাঙার শব্দগুলো যদি শোনানো যেত আপনাকে, তাহলে বুঝতেন সেখানে কী হচ্ছে। যে বাচ্চাটাকে কোলে পিঠে করে মানুষ করেছি, সে এখন চোখের সামনে লাশ হয়ে পড়ে আছে। এমন দুর্ভাগ্য যেন আর কোনও মামার না…