গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লীতে হামলা।। প্রায় ৬০০ ঘর ও স্কুলে অগ্নিসংযোগ; গৃহহীন ২৫০০ টি পরিবার
আদিবাসী বার্তা রিপোর্ট: নকুল পাহান, রাজশাহী গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা-ফার্ম এলাকায় গতকাল রবিবার সকালে ৬ নভেম্বর ২০১৬ আবারো সংঘর্ষ হয়েছে। মিল কতৃপক্ষ আখ কাটার নামে আদিবাসীদের বাড়ি-ঘর, বিদ্যালয়ে আগুন লাগিয়ে উচ্ছেদ করতে গেলে এই সংঘর্ষ বাধে। পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে অনেক আদিবাসী আহত হয়েছে। আদিবাসী সাঁওতাল পল্লীতে পুলিশের গুলিতে তিনজন গুরুতর আহত। একজনের মাথার…