সেই স্বপ্নের পুরুষ // সোমা দে
সেই স্বপ্নের পুরুষ, নারী হৃদয় চায় যার কণ্ঠ থেকে উচ্চারিত হোক– অন্য পৃথিবীতে পোশাক খোলার দরকার নেই আজ! চল কোথাও স্থিত হয়ে বসি; কাঠবেড়ালির লুকোচুরি কিংবা বনমোরগের ঝগড়া দেখি। মাংস শরীরে আবৃত এক কুঁড়ি, ঘুমন্ত ঐ কুঁড়িকে দাও শ্বেত পায়রার ছাড়পত্র। পোশাক খোলার দরকার নেই আজ! চলো, শুনি রাখালিয়া বাঁশি– হাফ-প্যান্ট আর ফ্রক নিয়ে…
