দহন // অনুপ কুমার দাস
ইউরোপের কোনো সম্ভ্রান্ত পরিবারে জন্ম হতে পারত আমার। হতে পারত সোমালিয়ার কোনো গৃহহীন নর-নারী আমার মানব জনমের জন্য দায়ী। জানি না, কোন পাপ পূণ্যের বিচারে ভাগ্য-বিধাতা এ জনমে আমাকে আনলেন এক মধ্যবিত্তের ঘরে। পারি না চন্দ্রালোকে পাড়ি জমাতে, না পারি এখন মুখ লুকাতে। চাওয়া কিছু যে পূর্ণ করতে পারি না তাও নয়, তবে…
