দিব্যেন্দু দ্বীপ -এর প্রকাশিতব্য কাব্যগ্রন্থ ‘আমাকে ভুলিয়ে রেখ না শুধু’ কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা
প্রিয়তমা, তুমি তো জানো আমি কী চাই, জানো না বুঝি? তবু কেন শুধু প্রেমিক হতে বলো! প্রিয়তমা, উঁকি দিয়ে দেখি বিস্ময়ে, একটি সাপ, নিস্তেজ হয়ে তোমার পাশে ঘুমায়। দুটো ব্যাঙ, ওরা সম্মিলনে তোমার বুকে হুমড়ি খায়। একটু দূরে বাঘ-সিংহ হামাগুড়ি দেয়। এভাবেই সভ্যতার পর সভ্যতা জন্ম নেয়।
