অমানুষের হাতে মহাবিশ্ব // শেকস্ রাসেল

follow-upnews
0 0

আমি বলি না ইসলাম,

আমি বলি না মুসলমান,

বলি না হিন্দু, বোদ্ধ বা খ্রিস্টান;

বলি তোরা নষ্ট, নিষ্টুর, অমানুষ।

 

আমি বলি না ভারত,

আমি বলি না ইসরাইল

বলি না আমেরিকা বা চীন।

বলি তোরা প্রতারক, বিকৃত, বর্বর।

 

জঙ্গি কারা? ভুল যারা।

তোরা কারা? ধার্মিক যারা।

 

আমি বলি না ইসলাম,

আমি বলি না মুসলমান,

বলি না হিন্দু, বোদ্ধ বা খ্রিস্টান।

বলি তোরা শোষক, ঘোষক এবং তোষণকারী,

পীড়িত করে রেখেছিস তোরা

পৃথিবীতে মানুষ যারা পরোপকারী।

 

জঙ্গি কারা? ভুল যারা।

তোরা কারা? ধার্মিক যারা।


শেকস্ রাসেল

লন্ডন প্রবাসী সাহিত্যিক।

Next Post

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সকল ইউনিয়নে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি (আহ্বায়ক কমিটি) গঠন করা হয়েছে ...

কচুয়া উপজেলায় মোট সাতটি ইউনিয়ন রয়েছে: কচুয়া, গজালিয়া, গোপালপুর, ধোপাখালী, বাধাল, মঘিয়া, রাড়িপাড়া। কচুয়া উপজেলাতে গ্রাম রয়েছে সর্বমোট ১০১টি। যে উপজেলায় যাকে আহ্বায়ক করা হয়েছে: বাধাল: শেখ রাকিবুল ইসলাম (আহ্বায়ক), কিশোর দাস (সদস্য সচিব) গোপালপুর: মো: মেহেদী হাসান (আহ্বায়ক) রাড়িপাড়া: সরদার আখতারুজ্জামান (আহ্বায়ক) কচুয়া: অনুপ শিকদার (আহ্বায়ক) ধোপাখালি: মো: সাইফুল […]
বাগেরহাট