অসুরের প্রেম আমাদের হয়েছে তবু
১ মহামূল্যবান কী যেন হারিয়ে ফেলেছি এ জীবন থেকে, বুঝতে পারি না কী তা, শুধু হাহাকারটা ঠিক চিনি। ২ এত আলোর ওপারেই হয়ত ঘোর অন্ধকার, আলোতে ঝাপ দিয়ে আমি কি তবে অন্ধকারে পড়ছি? ৩ কিছু নেই জানি তবু কিছু জীবন বাকী, এ যেন অনাগ্রহী হয়ে বইয়ের শেষ পাতা পড়া, শুধু বলতে হবে–বইটা আমি পড়েছি। ৪…
