স্বার্থান্ধ ভালোবাসা -ঋতা জিয়াসমিন
নিজের স্বরূপকে খুব কাছ থেকে চিনে একটা প্রশ্ন বড় নাড়া দেয় মনে মানুষ কি সত্যিই পারে মহৎ হতে?নাকি মহত্ত্বের মুখোশে উদারতার অভিনয় শুধু করে? একদিন নিজেরই হাতে বুকের আগল খুলে পোষা পাখিটাকে দিয়েছিলাম মুক্তি বিশাল আকাশে ত্যাগের গৌরবে আর অহংকারে সেদিন সেজেছিল মন বিজয়িনীর হাসিতে ঢেকেছিলাম আমি হারানোর সে ক্ষণ। অথচ মুক্তির আস্বাদে সে পাখি…