ওরা শুধু পথ, তুমিই একমাত্র গন্তব্য

follow-upnews
0 0

প্রিয়তম,
সারাদিন হন্যে হয়ে প্রেম খুঁজে
দিনে শেষে আবার তোমার কাছে ফিরেছি।
বুঝেছি
ওরা শুধু পথ, তুমিই একমাত্র লক্ষ্য।

প্রিয়তম,
পথের সকল গল্প যে শুনবে ভালবেসে, হেসে;
সেই তো মুক্তিদাতা, সেই তো শুধু প্রেমিক।

দিব্যেন্দু দ্বীপ

Next Post

ক্রেতা মাত্রেই বিক্রেতাকে শয়তান এবং ঠকবাজ ভাবে

ক্রেতা মাত্রেই বিক্রেতাকে শয়তান, ঠকবাজ ভাবে! কিন্তু সবাইতো কখনো ক্রেতা কখনো বিক্রেতা। তার মানে সবাই-ই আমরা ঠগবাজ, এখন পর্যন্ত অর্জিত সভ্যতা অন্তত সেই পরিচয়ই তুলে ধরে মানুষের। জীবনযাপনের প্রত্যেকটি ক্ষেত্রে নিজেকে দাঁড় করাতে না পারলে কখনই জীবনে পরিপূর্ণ বোধ তৈরি হয় না। সবসময় উর্ধতন হয়ে থাকলে অধঃস্তনের কষ্ট বোঝা সম্ভব […]