ঘুরে আসতে পারেন গোপালগঞ্জের পদ্মবিলে
গোপালগঞ্জ জেলার বনগ্রাম ইউনিয়নের করপাড়া গ্রামে এ বিলটি অবস্থিত। এটিকে বলাইকড় বিলও বলা হয়, এটিই মূলত প্রকৃত নাম বিলটির। ১৯৮৮ সাল থেকে প্রাকৃতিকভাবে বর্ষা মৌসুমে এ বিলে পদ্মফুল জন্মে। শীত মৌসুমে এখানে ধানের চাষ হয়। আবার বর্ষা মৌসুমে ঠিকই পদ্মফুল ফোঁটে। গোপালগঞ্জ জেলা সদরে এসে সহজেই যাওয়া যায় কড়পাড়া গ্রামে। গোপালগঞ্জ সদর থেকে ১০ কিলোমিটার…