জলিল ওরফে সন্ত্রাসী জইল্লা সরদারের তাণ্ডবে এলাকাবাসী অতিষ্ট
বরিশাল জেলার পশ্চিম চাখার লাগোয়া এবং দক্ষিণে বাকপুর ইউনিয়নের পাশাপাশি চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠী গ্রামের ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জলিল ওরফে সন্ত্রাসী জইল্লা সরদারের বাড়ি। তার পিতার নাম মৃত রফিজদ্দিন সরদার। আমি ওই এলাকার বাসিন্দা মো: আবুল হোসেন, ৭৮নং গোয়াইল বাড়ি খতিয়ানের দাগ নম্বর-৮৫৮র পৈতৃক ওয়ারিশ সূত্রে ও ক্রয়সূত্রে নামজারি জমাখারিজ মূলে .০৩৯৩ শতাংশ জমির…