ব্রিজে ঝুলে আছে খাম্বা!
সরকারি ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের খবর খুব বেশি পুরনো হয়নি। এবার অবিশ্বাস্য দুর্বল ভীতের উপর দাঁড়িয়ে থাকা সরকারি ভবনগুলোকেও হার মানিয়ে আরও নাজুক নির্মাণ ত্রুটির স্থাপনার খোঁজ পাওয়া গেছে। পানি টেনে যাওয়ায় বেরিয়ে এসেছি ঝুলন্ত খাম্বা! এটি যাতায়াতের একটি ব্রিজ! রাজধানী ঢাকার দোহারের দুলো খাঁন ব্রিজের ছবি দিয়ে সাইয়েদ আবিদু নামের এক ফেসবুক…