আজকের দিনে । রবার্ট ব্রাউনিং
ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং (৭মে ১৮১২ – ১২ডিসেম্বর ১৮৮৯) ভিক্টোরিয়ান পিরিয়ডের অন্যতম সেরা কবি। কবিতা এবং নাটক লিখে, বিশেষ করে dramatic verse এবং dramatic monologues লিখে বিখ্যাত হয়েছিলেন। সাউথ লন্ডনের চ্যাম্বারওয়েলে বেড়ে উঠেছেন। পিতামহ ছিলেন দাস ব্যবসায়ী, পিতা ছিলেন ব্যাংক কর্মকর্তা এবং দাস প্রথা নির্মুলের পক্ষের একজন কর্মী। মা ছিলেন মিউজিশিয়ান। বারো বছর বয়সে ব্রাউনিয়…