কবিতার প্রদ্যোত ও একজন বাচিক শিল্পী
[সম্বল] সব উজার করে দিয়েছি সঙ্গ সহচার্য বন্ধুত্ব ভালবাসা সব স্বপ্নের যে বিস্তীর্ণ আবাদভূমি ছিলো তার প্রতিটি ফসল নির্দিধায় তুলে দিয়েছি তোমাদের হাতে যেটুকু অবশিষ্ট তা কেবল আমার কষ্টার্জিত নিবিড় একাকীত্ব সেখানে অন্তত ভাগ বসাতে এসো না প্রদ্যোত ২৭ অক্টোবর ১৯৭৩ গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় জন্ম। অধ্যাপক বাবার সরকারি চাকরির কারণে শৈশব ও কৈশোর কেটেছে মাদারীপুর…