খুলনা দৌলতপুরের পাবলার বাসিন্দা মধু দা। কথা্য় কথায় চা ‘র দোকানে বললেন নানান কথা, সবকিছুতে সে জীবনে প্রথম হয়েছে, এমনকি ‘ক্যাডার’ হিসেবেও তবে শিক্ষা জীবনে প্রাইমারি স্কুল সমাপনী পরীক্ষায় তার প্রথম হওয়ার খবরটার জন্য অবশ্য তার ‘লাল চোখ’ দায়ী নয়, সত্যিই তিনি তা হয়েছিলেন। বর্তমানে চাকরি করছেন এসনসিয়াল ড্রাগে কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে। এটাকেও তিনি ‘দ্বিতীয়’ মানতে নারাজ। নিজেকে সুখী বলে সার্টিফাই করলেন, তবে ‘লাল চোখ’ জানান দেয় অন্যকিছু।
অনেক মুসলিম আধুনিক বিশ্বের উপযুক্ত নয়: টনি ব্লেয়ার
Tue Mar 29 , 2016
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, অনেক মুসলমান এখনো আধুনিক বিশ্বের সঙ্গে মানানসই নন। তারা মৌলবাদী ধারণা পোষণ করেন। গতকাল রবিবার সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে টনি ব্লেয়ার এই মন্তব্য করেন। মাত্র ছয় মাস আগে তিনি এক সাক্ষাত্কারে স্বীকার করেছিলেন, আরব বিশ্বে পশ্চিমাদের হস্তক্ষেপের কারণেই আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর উত্থান […]
