শীতার্তদের জন্য সহযোগিতায় এগিয়ে আসুন

follow-upnews
0 0

ফলোআপনিউজ


“আঠারো” সংগঠন হতে আমরা আগামী ০১/০২/২০১৮ তারিখে দিনাজপুরের কয়েকটি তুলনামূলকভাবে দারিদ্রপিড়ীত গ্রামে শীতবস্ত্র বিতরণ করতে যাব। পূর্বের ঘোষণামাফিক ২৫/০১/২০১৮ তারিখে ঢাকায় বিতরণ করা হয়েছে।

আমরা যাব দিনাজপুরের কাহারোল উপজেলার বিরলি, বেড়গাও, সিংগারি গাওসুলতানপুর গ্রামে। আমাদের দিনাজপুর প্রতিনিধি স্থানীয়ভাবে একটি তালিকা করে আমাদের জানাবেন, আমরা নির্দিষ্ট দিনে গ্রামে পৌঁছে সেই তালিকা মোতাবেক স্থানীয়দের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে শীতবস্ত্র বিতরণ করব।

আমাদের সামার্থ অনুযায়ী দু’তিনটি গ্রামে আমরা যাব। বর্তমানে এ ধরনের কার্যক্রমগুলো মূলত শহরকেন্দ্রিক, তাই আমরা গ্রামে যাব। সমগ্র উত্তরাঞ্চলে শীতের প্রকোপে জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে, এবং সেখানে শীত থাকে মূলত ফেব্রুয়ারি পর্যন্ত। তাই এ সময় শুধু শীতবস্ত্র নয়, তাদের জন্য খাদ্য এবং নগদ অর্থও দেওয়া প্রয়োজন, কারণ, তীব্র শীতে মানুষ জীবিকার সন্ধান করতে পারছে না, বিশেষত যারা শ্রমজীবী মানুষ।

আগামী ৩০/০১/২০১৮ তারিখের মধ্যে আপনি আপনার সহযোগিতা পাঠাতে পারেন। বিকাশ করে টাকা পাঠাতে পারেন অথবা শীতবস্ত্র কিনে পাঠাতে পারেন। নিচের নম্বরগুলোতে ফোন দিয়ে আপনার মূল্যবান পরামর্শও জানাতে পারেন।

০১৭১৭ ০৯ ৭০০৭ (শিমুল, কার্যনির্বাহী পরিষদের সদস্য, আঠারো। কোষাধ্যক্ষ, শীতবস্ত্র বিতরণ-২০১৮)

০১৯১ ৭৭৯৯৬২৫ (শাওন সিকদার, কার্যনির্বাহী পরিষদের সদস্য, আঠারো)

০১৬৭ ১৫০১১৮৯ (আফরোজা আক্তার, কার্যনির্বাহী পরিষদের সদস্য, আঠারো)

০১৬৭ ০৩৩৯১৬১ (মো: কামরুল হাসান, কার্যনির্বাহী পরিষদের সদস্য, আঠারো)

০১৭১৪ ৯২ ৭৭ ০৫ (প্রতিমা রায়, কার্যনির্বাহী পরিষদের সদস্য, আঠারো, সমন্বয়কারী, শীতবস্ত্র বিতরণ-২০১৮)
১৭১১ ০৮৩২৮৪ (জাকিয়া সুলতনা মুক্তা, উপদেষ্টা পরিষদের সদস্য, আঠারো)

০১৯ ২৯০ ১৮ ৩৩০ (ফারজানা কাদের মুক্তা, উপদেষ্টা পরিষদের সদস্য, আঠারো)

০১৮৪ ১১১২২২৩ (দেবাশিষ কুমার, উপদেষ্টা পরিষদের সদস্য, আঠারো)

০১৭৫ ৯৮ ৯৮ ২৩১ (সানজিদা আনসারি, উপদেষ্টা পরিষদের সদস্য, আঠারো)

০১৯৭ ২২ ৪৭ ৩৪৯ (শেখর বালা, উপদেষ্টা পরিষদের সদস্য, আঠারো)

০১৯৭ ৫৪ ২১৭৩৬ (তন্ময় বালা, উপদেষ্টা পরিষদের সদস্য, আঠারো)

০১৮৫ ১১ ০২৫৫৬ (শুভ্র মাহমুদ, সদস্য, আঠারো)

০১৭৩ ৬৩৩ ১৫৭৬ (অনুপম রায়, সদস্য, আঠারো, খুলনা প্রতিনিধি: ফলোআপনিউজ)

০১৬৭ ৪৪ ২০৮৬৯ (মিঠুন মণ্ডল, সদস্য, আঠারো)

অনিন্দ্য দাস, সদস্য, আঠারো

০১৫১৫ ৬৫৪৭৬৭ (সুষমা আক্তার, সদস্য, আঠারো)

০১৮৪ ৬৯ ৭৩২৩২, ০১৭৯ ৪৪৪ ৮৮৫৭ (দিব্যেন্দু দ্বীপ, সভাপতি এবং নির্বাহী পরিচালক,  আঠারো)।

বিদ্র: টাকা পাঠালে অনুগ্রহপূর্বক ফোন (০১৮৪ ৬৯ ৭৩ ২৩২) করে জানাবেন।

এ পর্যন্ত যারা অনুদান পাঠিয়েছেন–

Bangla Channel

দেবাশিষ কুমার

১৪,০০০/-

শিল্পী

৫,০০০/-

অরিজিৎ ভৌমিক

৩,০০০/-

আফরোজা আক্তার

২০০০/-

শাওন সিকদার

২০০০/-

কামরুল হাসান

২০০০/-

সোমা সরকার

২০০০/-

নাজনিন মায়া

১০০০/-

ফারজানা কাদের

১০০০/-

সঞ্জিতা রায়

১০০০/-

তাপস কুণ্ডু

১০০০/-

জাকিয়া সুলতানা মুক্তা

৫০০/-

সানজিদা আনসারি

৫০০/-

জহিরুল ইসলাম

৫০০/-

নিখিল কুমার দাস

৫০০/-

শেখর বালা

৩০০/-

Q&C Research (দিব্যেন্দু দ্বীপ)

১০,০০০/-


উল্লেখ্য, পাশাপাশি তিনটি গ্রামের ৬০ জনের একটি তালিক আমাদের দিনাজপুর প্রতিনিধি প্রতিমা রায় পাঠিয়েছেন। ঢাকায় আমাদের দেবার কথা ১০০ জনকে। সবাইকে একটি করে কম্বল, সোয়েটার এবং টুপি দিতে গেলে মাথা পিছু ১০০০/- প্রয়োজন। টাকা না দিয়ে আপনারা এরকম একটি সেট অথবা অংশ বিশেষ কিনে দিতেও পারেন। চাইলে বই-খাতা-কলম এবং স্কুল ব্যাগ দিতে পারেন। কাঙ্ক্ষিত পরিমাণ টাকা না উঠলে আমরা হয়ত সবাইকে দিতে পারব না। তাদেরকে আগামী বছর দিতে হবে। 18


সমাপ্ত হয়েছে কর্মসূচীটি। শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ।

Next Post

আমার আমি: টুকরো গল্প

জীবনটা আমি হালকাভাবে নিয়েছি বলেই এরকম মহা বিপদগ্রস্থ একটা পরিবার সাথে নিয়ে বহাল তবিয়তে বেঁচে আছি। জীবনটাকে খুব সিরিয়াসলি দেখলে খবর ছিল। ২০০৭ সালে, আমাকে ক্রমাগতভাবে একটা কারণে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। আমি আসলে মোটেই ভয় পাচ্ছিলাম না। অবশেষে তাদের বললাম, “ভাই, বলেন, আপনারা কই আছেন, অামি একটু লুকায়ে […]
আমার আমি: টুকরো গল্প