২০ কিমি বেগে ২০ দিনে যায় = ২০*২০*২৪ = ৪০০*২৪ = ৯৬০০ কিমি.
১০কিমি বেগে চলে লঞ্চটির ৯৬০০ কিমি যেতে লাগবে = ৯৬০ ঘণ্টা = ৪০ দিন।
অর্থাৎ একসাথে রওনা হলে নৌকাটি ২০ দিন পরে বন্দরে পৌঁছাতো, যেহেতু ৩ দিন পর রওনা হয়েছে, অর্থাৎ নৌকাটি বন্দরে পৌঁছাবে ২৩ দিন পর।