একটি ব্যাংকের কর্মচারীদের ৭০% নারী এবং ৬০% বিবাহিত। পুরুষের ২/৩ অংশ যদি অবিবাহিত হন, নারীদের কতভাগ বিবাহিত?

follow-upnews
0 0

Untitled


ধরা যাক, মোট কর্মচারী ১০০ জন। অতএব, নারী = ৭০ জন। এবং পুরুষ = ৩০ জন। মোট ৬০ জন বিবাহীত এবং পুরুষের ২/৩ অংশ বিবাহীত। অতএব ২০ জন পুরুষ বিবাহীত। অতএব, নারী বিবাহীত = ৬০-২০ = ৪০ জন। অতএব নারীদের ৪/৭ অংশ বিবাহীত।

Next Post

একটি লঞ্চ ঘন্টায় ২০ কি মি বেগে চলে ২০ দিনে কোন বন্দরে পৌঁছালো। একটি নৌকা একই স্থান হতে ৩ দিন পর রওনা করে ঘন্টায় ১০ কি মি বেগে চললে লঞ্চটি বন্দরে পৌঁছানোর কতদিন পরে নৌকাটি বন্দরে পৌঁছাবে?

২০ কিমি বেগে ২০ দিনে যায় = ২০*২০*২৪ = ৪০০*২৪ = ৯৬০০ কিমি. ১০কিমি বেগে চলে লঞ্চটির ৯৬০০ কিমি যেতে লাগবে = ৯৬০ ঘণ্টা = ৪০ দিন। অর্থাৎ একসাথে রওনা হলে নৌকাটি ২০ দিন পরে বন্দরে পৌঁছাতো, যেহেতু ৩ দিন পর রওনা হয়েছে, অর্থাৎ নৌকাটি বন্দরে পৌঁছাবে ২৩ দিন পর।