১. “শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক। আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক”
উক্তিটি কার?
ক. সক্রেটিস খ. প্লেটো
গ. এরিস্টটল ঘ. ম্যাকইভার
২. কোন গুণ একজন নাগরিককে দক্ষতা ও জ্ঞানের উচ্চমার্গে পৌঁছে দিতে পারে?
ক. সামাজিক গুণ খ. অর্থনৈতিক গুণ
গ. নৈতিক গুণ ঘ. রাজনৈতিক গুণ
৩. সুশাসনের অন্যতম শর্ত কোনটি?
ক. বাকস্বাধীনতা খ. কল্যাণ রাষ্ট্র
গ. জনসংখ্যার বণ্টন ঘ. কেন্দ্রীয়করণ
৪. বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার প্রধান প্রতিবন্ধকতা কোনটি?
ক. দুর্নীতি খ. আইনের শাসন
গ. সম্পদের অপব্যবহার ঘ. জনসচেতনতার অভাব
৫. মূল্যবোধ কী?
ক. সামাজিক আচার আচরণের সমষ্টি
খ. সমাজের মানুষের কার্যবলি
গ. আইন মেনে চলা
ঘ. ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্য
৬. সমাজ ও রাষ্ট্রের ভিত্তি নিচের কোনটি?
ক. মূল্যবোধ খ. প্রথা
গ. স্বাধীনতা ঘ. সাম্য
৭. একজন নাগরিকের অন্যতম প্রধান কর্তব্য নিচের কোনটি?
ক. স্বাধীনতা ও সংহতি রক্ষা খ. কর প্রদান
গ. রাষ্ট্রের সেবা দান ঘ. সন্তানদের শিক্ষা দান
৮. দুর্বল শাসনব্যবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে?
ক. নৈতিক চরিত্র খ. জবাবদিহিতা
গ. আইনের প্রয়োগ ঘ. ধর্মীয় মূল্যবোধ
৯. দুর্নীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলোÑ
ক. ঈড়ৎৎঁঢ়ঃং খ. ঈড়ৎৎবপঃরড়হ
গ. ঈড়ৎঁঢ়ঃরড়হ ঘ. ঈড়ৎৎঁঢ়ঃরড়হ
১০. সুশাসন ধারণাটির নিচের কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত?
ক. জাতিসংঘ খ. বিশ্বব্যাংক
গ. ইউরোপীয় ইউনিয়ন ঘ. আইএলও
উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ