দিকদর্শন প্রকাশনীর গাইডে বি.সি.এস. পরীক্ষাথীদের জন্য সর্বোচ্চ সংখ্যক নির্ভুল মডেল টেস্ট রয়েছে

follow-upnews
0 0

Print


৩৫তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রণিত নতুন মানবণ্টনের আলোকে বই করেছে দিকদর্শন প্রকাশনী লিঃ। বি.সি.এস. প্রিলিমিনারি প্রিফেস বইটিতে বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি সিলেবাসের ভিত্তিতে পয়ত্রিশটি মডেল টেস্ট দেওয়া হয়েছে।দিকদর্শনের ব্যবস্থাপনা পরিচালক রতন চন্দ্র পাল (আর.সি. পাল) এর নির্দেশে মডেল টেস্টগুলো দ্বিতীয় সংস্করণে সম্ভাব্য ভুলমুক্ত করা হয়েছে। পরীক্ষায় আসার মত সম্ভাব্য প্রশ্নগুলো মডেল টেস্ট এ রয়েছে। নতুন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে বইটি রচিত হওয়ায় মডেল টেস্টগুলো শিক্ষার্থীদের চাহিদা শতভাগ পূরণ করবে বলে দাবী করেছেন বইটির সম্পাদক। পাশাপাশি প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি সাহিত্যের উপর চমৎকার একটি বই করেছে দিকদর্শন। বইটি সম্পাদনা করেছেন সাহিত্যিক এবং সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ। বইটি দেশের সকল অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।

Next Post

সমুদ্রের সুখ // দিব্যেন্দু দ্বীপ

কাব্যগ্রন্থঃ সমুদ্রের সুখ প্রকাশকালঃ একুশে বইমেলা, ২০১৫ প্রকাশকঃ রতন চন্দ্র পাল প্রকাশনীঃ গ্রন্থকুটির উৎসর্গঃ নির্মলেন্দু গুণ সমুদ্রের কেন লাজ থাকবে? সমুদ্র কেন লুকাবে? দানবীয় ঢেউ না থাকলে তার সার্থকতাই বা কোথায়? অথৈ সাগরে জীবনের আয়োজন, সেখানে মৃত্যুরও আমন্ত্রণ। সাগর উন্মুক্ত এবং অবারিত। তীরে সে তটিনী, কখনো উন্মদিনী, গভীরে শান্ত-সাবলীল। নাবিক, […]

এগুলো পড়তে পারেন