Headlines

বিসিএস ইংরেজি সাহিত্য: যুগ বিভাগটি মনে রাখতে হবে ভালোভাবে

বিসিএস ইংরেজি সাহিত্য

যুগ বিভাগ হচ্ছে সংক্ষেপে ইংরেজি সাহিত্য বুঝে নেওয়ার মূল ভিত্তি। যুগ বিভাগটি পরিষ্কারভাবে আগে মনে রাখতে হবে। এরপর প্রতিটি যুগের বৈশিষ্ট্য জানতে হবে এবং উল্লেখযোগ্য সাহিত্যিক এবং তাঁদের সাহিত্যকর্ম সম্পর্কে সামান্য ধারণা, মূলত সাহিত্যকর্মের নাম জানতে হবে। আমি আমার ‘লামিয়া’ বইটিতে খুব সংক্ষেপে ইংরেজি সাহিত্যের সারসংক্ষেপ তুলে এনেছি। 

যুগ বিভাগ:

১. আদী যুগ (৪৫০-১০৬৬)

২. মধ্যযুগ (১০৬৬-১৫০০)

৩. রেঁনেসা (১৫০০-১৬৬০)

৩.১: এলিজাবেথান পিরিয়ড (১৫৫৮-১৬০৩)

৩.২: জ্যাকোবান পিরিয়ড (১৬০৩-১৬২৫)

৩.৩: ক্যারোলাইন পিরিয়ড (১৬২৫-১৬৪৯)

৩.৪: কমনওয়েলথ পিরিয়ড (১৬৪৯-১৬৬০)

৪. এনলাইটেন পিরিয়ড/দ্যা রেস্টোরেশন পিরিয়ড (১৬৬০-১৭৯৮)

৫. রোমান্টিক পিরিয়ড (১৭৯৮-১৮৩২)

৬. ভিক্টোরিয়ান পিরিয়ড (১৮৩২-১৯০১)

৭. মডার্ন যুগ (১৯০১-১৯৩৯)

৮. পোস্ট মডার্ন যুগ (১৯৪৫-বর্তমান)


সূত্র: লামিয়া, ইংরেজি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস