বইটি পড়লে কাজে দিবে। ভর্তি বাংলার জন্য সংক্ষিপ্ত এবং কার্যকরী একটি বই ‘ABCD বাংলা’ । বইটি করার জন্য বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রী এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। পরীক্ষায় কী আসে তা নিয়ে গবেষণা করে প্রথমে একটি সম্ভাব্য সিলেবাস দাঁড় করানো হয়েছিল; সেইমত টপিক নির্ধারণ করে বইটি সাজানো হয়েছে। মূল বইয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মূল বইয়ের শব্দার্থ, মূল বইয়ের ব্যকরন আলাদাভাবে দেওয়া হয়েছে। মূল বইয়ের গল্প কবিতার উপর পর্যাপ্ত আলোচনা রয়েছে, এবং শেষে প্রশ্ন সংযুক্ত করা হয়েছে। ব্যাকরণ অংশে প্রয়োজনীয় সবকিছু সহজ এবং সাবলীলভাবে রয়েছে। বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যামুলকভাবে আলোচনা করা হয়েছে। বইয়ের শেষে পঞ্চাশটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট রয়েছে যা দ্বারা শিক্ষাত্রিরা নিজদের যাচাই করে নিতে পারবে।