ধায় যেন মোর সকল ভালোবাসা // রবীন্দ্রনাথ ঠাকুর

follow-upnews
0 0
ধায় যেন মোর সকল ভালোবাসাপ্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে
যায় যেন মোর সকল গভীর আশা
প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে

চিত্ত মম যখন যেথায় থাকে
সাড়া যেন দেয় সে তব ডাকে
যত বাঁধন সব টুটে গো যেন
প্রভু, তোমার টানে, তোমার টানে, তোমার টানে
বাহিরের এই ভিক্ষাভরা থালি
এবার যেন নিঃশেষে হয় খালি
অন্তর মোর গোপনে যায় ভরে
প্রভু, তোমার দানে, তোমার দানে, তোমার দানে
হে বন্ধু মোর, হে অন্তরতর
এ জীবনে যা-কিছু সুন্দর
হে বন্ধু মোর, হে অন্তরতর
এ জীবনে যা-কিছু সুন্দর
সকলি আজ বেজে উঠুক সুরে
প্রভু, তোমার গানে, তোমার গানে, তোমার গানে
ধায় যেন মোর সকল ভালোবাসা
প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে
Next Post

তাই তোমার আনন্দ আমার 'পর // রবীন্দ্রনাথ ঠাকুর

https://www.youtube.com/watch?v=F1si_C0DsEQ তাই তোমার আনন্দ আমার ‘পর তুমি তাই এসেছ নীচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হত যে মিছে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্ররূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে॥ তাই তো তুমি রাজার রাজা হয়ে তব আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ-বেশে প্রভু, নিত্য […]
রবীন্দ্রনাথ ঠাকুর